আগের ম্যাচে বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীকে হারিয়ে পয়েন্ট টেবিলে সমতা এনেছিল মোহামেডান। অথচ সুপার লিগে শুরুটা করল খুব বাজেভাব। লিজেন্ড অব রূপগঞ্জের সামনে সে কী বেহাল দশা। ৯ উইকেটে হেরে সমর্থকদের লজ্জা দিল মাহমুদুল্লাহরা। এতটা বাজেভাবে হারবে কেউ কল্পনা করেনি। আবাহনী ঠিকই জয় পেয়েছে। অগ্রণী ব্যাংককে হারিয়ে আবারও এককভাবে শীর্ষে অবস্থান করছে তারা। সুপার লিগে শুরুতেই মোহামেডান সুপার ফ্লপ কেন? জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, অঙ্কন দলে নেই, নিষিদ্ধ হওয়ায় দুই ম্যাচ খেলবেন না তাওহিদ হৃদয়। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল অসুস্থ থাকায় বিশ্রামে। সেই সঙ্গে তাসকিন আহমেদ ইনজুরিতে। এতজন নির্ভরযোগ্য তারকা ছাড়া দল কি চলে? তার পরও রূপগঞ্জকে বিনা চ্যালেঞ্জে জিততে দিল তা সত্যিই হতাশাজনক।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিজেন্ডের বোলারদের সামনে মোহামেডানের ব্যাটাররা ছিলেন অসহায়। ২৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে সাদা-কালোদের সংগ্রহ ছিল মাত্র ১১৭ রান। সর্বোচ্চ ৩৫ রান আসে আনিসুল ইসলামের ব্যাট থেকে। অধিনায়ক মাহমুদুল্লাহ করেন ১২ রান। রূপগঞ্জের তানভীর ৩ উইকেট নেন। রিজওয়ান ২, শরিফুল ইসলাম ও টিপু একটি করে উইকেট ভাগাভাগি করেন। বৃষ্টিতে চার ঘণ্টা বন্ধ থাকায় মনে হচ্ছিল ম্যাচটি পরিত্যক্ত হবে। শেষ পর্যন্ত খেলা গড়ালে ডিএল পদ্ধতিতে ম্যাচ রেফারি নতুন লক্ষ্য ঠিক করে দেন। জেতার জন্য রূপগঞ্জের টার্গেট দাঁড়ায় ২২ ওভারে ৯৩ রান। সৌম্য সরকার, সাইফ হাসানরা খুব সহজেই জিতে যায় হাতে ৯ উইকেটে রেখে। সাইফ ৪৫ বলে ৫৫, সৌম্য ৩৩ বলে ৩৬ রানের ইনিংস খেলেন।
বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনী ৪ উইকেটে হারায় অগ্রণী ব্যাংককে। প্রথম লেগের শুরুতে একই দলের কাছে হেরে ছিল চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করতে নেমে অগ্রণী ব্যাংকের সংগ্রহ যখন ১০৯ তখন হানা দেয় বৃষ্টি। এরপর আর ব্যাট করতে পারেনি দলটি। বৃষ্টি আইনে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ৭৫ রান। যা ৬ উইকেট হারিয়ে তুলে নেয়।