ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে রুবেল মিয়ার দায়িত্বশীল ব্যাটিংয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৯ রানের জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ১১৯ বলে ১০০ রানের ইনিংসেই রুবেল দলকে লিগে টিকে থাকার স্বপ্ন দেখান। এটি স্বীকৃত ক্রিকেটে এই ৩২ বছর বয়সির প্রথম সেঞ্চুরি। গতকাল মিরপুরে রেলিগেশন লিগের ম্যাচে ২৬৫ রানের তাড়ায় ২৪৫ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। পারটেক্স জিতে ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টিকে থাকার সম্ভাবনা জিইয়ে রাখল।
শেষ ম্যাচে ব্রাদার্সের ম্যাচে দরকার ১ পয়েন্ট।