মিরপুরের পুনরাবৃত্তিই হলো সিলেটে। কিংবা বলা যেতে পারে মিরপুর ব্যর্থতারই একটি অ্যাকশন রিপ্লে হলো সিলেটে কাল। পরশু ক্রিস গেইলদের কাছে হেরেছিলেন মুশফিকরা। কাল কুইন্টিনদের কাছে হারলেন সালমারা। টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নামাটা স্মরণীয় হলো না বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। সূচনা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের কাছে ৩৬ রানে হেরে যান সালমারা। দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে ভারতকে।
পুরুষ দলের টানা হারের মাঝে অনেকেই স্বস্তি খুঁজে পেতে চেয়েছিলেন সালমাদের খেলায়। আশাও জাগিয়েছিলেন মহিলা ক্রিকেটাররা। টস হেরে ফিল্ডিং করতে নেমে নিয়ন্ত্রিত বোলিং করে ক্যারিবীয় প্রমীলা দলকে ২০ ওভারে ১১৫ রানে আটকে রাখে। সালমাবাহিনীর পক্ষে অধিনায়ক সালমা, ফাহিমা খাতুন ২টি করে এবং খাদিজা তুল কুবরা ২৪ রানে নেন ৩ উইকেট। এর মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন সালমা, ৪ ওভারে মাত্র ১১ রান দেন তিনি। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ডট্টিন। ৩৪ বলের ইনিংসটিতে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। কিং করেন ২০ রান। ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ৫.৪ ওভারে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এরপর ৪৪ রানের মধ্যে হারায় মোট ৪ উইকেট। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে রুমানা আহমেদ ও নুজহাত তানসিয়া ২৮ রান যোগ করলে খেলা জমে ওঠে। ১৮ বছর বয়সী লেগ স্পিনার শাকুয়ানা ল্যাটিস কুইন্টিন বোলিংয়ে আসার পরই পাল্টে যায় ম্যাচের চেহারা। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সালমাবাহিনী। শেষ ৭ রানে হারায় ৬ উইকেট। কুইন্টিন ৩ ওভারে মাত্র ৫ রানের খরচে তুলে নেন ৩ উইকেট, যা তাকে করেছে ম্যাচসেরা। সালমাবাহিনীর পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন রুমানা আহমেদ ২৩ বলে ৪ চারে।
দিনের দ্বিতীয় ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ৯৫ রান করে। ভারতীয় দলের পক্ষে দুজন মাত্র ডাবল ডিজিটের রান করেছেন। ওপেনার মিতালী রাজ করেন ৫৬ বলে ৮ চারে ৫৭। ৭ নম্বরে ব্যাট করতে নেমে ১১ রান করেন নাইডু। ভারতীয় মহিলাদের শয়ের নিচে বেঁধে ফেলতে সামনে থেকে অগ্রণী ভূমিকা রাখেন দুই ইংলিশ বোলার শার্বসোল ও গান। উভয়েই উইকেট নেন ৩টি করে। ৯৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৮.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশ মহিলা ক্রিকেট দল। দুই ওপেনার টেলর ও অধিনায়ক এডওয়ার্ডস ২৬ রানে ভিত দেন মাত্র ৩.৩ ওভারে। সে ভিতের ওপর দাঁড়িয়ে বাকি কাজগুলো সেরে নেন গ্রিনওয়েরা।
শিরোনাম
- ইসরায়েলি আগ্রাসন চললে অস্ত্র নামাবে না হিজবুল্লাহ
- ইসরায়েলি আগ্রাসন চললে অস্ত্র নামাবে না হিজবুল্লাহ
- সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে পাইপগান ও কার্তুজ উদ্ধার
- ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
- গাছের চারা বিনিময়ে ছাদ বাগানিদের নববর্ষ উদযাপন
- ১৯ বছরের প্রেমিক, পঞ্চাশে অন্তঃসত্ত্বা আমিশা?
- কালিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক
- আমেরিকায় নদীতে বিমান বিধ্বস্ত, নিহত ৩
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
- ঐশ্বরিয়ার কথাতেই থেমে যায় অভিষেকের রাগ
- বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে : সালাহউদ্দিন
- চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্লাস্টিক কারখানার কর্মীর মৃত্যু
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
হারলেন সালমারাও
শাহ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর