আইপিএলে স্পট ফিক্সিং তদন্ত নিয়ে শুনানি পেছালেন সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি ১৬ এপ্রিল। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে আইপিএল না খেলার সুপারিশ করলেন সর্বোচ্চ আদালত।
একই সঙ্গে সুনীল গাভাসকরকে বোর্ডের দায়িত্ব সামলানোর পরামর্শ দিলেন শীর্ষ আদালত।
দায়িত্ব ছাড়তে অস্বীকার করায় আরও ব্যাকফুটে চলে গেলেন নারায়ণস্বামী শ্রীনিবাসন। গাভাসকরকে বোর্ডের দায়িত্ব সামলাচনার পরামর্শ দিয়ে পরোক্ষে শ্রীনির মুণ্ডপাত করলেন সুপ্রিম কোর্ট।
এ ব্যাপারে বোর্ডের মতামত শুক্রবারেই জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইন্ডিয়া সিমেন্টসের সঙ্গে জড়িত কোনও ব্যক্তি বোর্ড ও আইপিএলের সঙ্গে যুক্ত না থাকে তারও পরামর্শ দিয়েছে সর্বোচ্চ আদালত।