অস্ট্রেলিয়ার শো কেসে জমা আছে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে জানা, অজানা প্রায় সব ট্রফি। নেই শুধু এই টি-২০ বিশ্বকাপ ট্রফিটি। ২০১০ সালে সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টটির ফাইনাল খেলেছিল অসিরা। তবে চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে হেরে বাড়ি ফিরতে হয়েছিল হতাশ হয়ে। আগের চার আসরের দুঃখ ঘোচাতে অস্ট্রেলিয়া এবার এক ঝাঁক পিঞ্চ হিটার নিয়ে উড়ে আসে বাংলাদেশে। লক্ষ্য একটাই, টি-২০ বিশ্বকাপের শিরোপা। ঢাকায় পা রেখে শিরোপা জয়ের কথাই বলেছিলেন অসি অধিনায়ক জর্জ বেইলি। কিন্তু প্রথম ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের কাছে হেরে অনেকটাই পিছলে পড়ে লড়াই থেকে। আজ বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। 'ডু অর ডাই' ম্যাচটি জিতলেই ফিরে আসবে শিরোপা লড়াইয়ে। একইভাবে জীবন বাজির লড়াই বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজেরও। যদি হেরে যায়, তাহলে বাড়ি ফিরতে হবে শূন্য হাতে। পরিসংখ্যানে কিন্তু দুই দলের কেউই এগিয়ে নয়। ১০ ম্যাচের লড়াইয়ে দুই দলের সাফল্য সমান। শুধু সেমিফাইনালে উঠার লড়াই নয়, নিজেদের পরিসংখ্যানেও এগিয়ে যাওয়ার লড়াই। এই লড়াইয়ে জিততে মরিয়া অস্ট্রেলিয়া। দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার, উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান ব্রাড হ্যাডিন প্রতিপক্ষকে সমীহ করেই জয়ের কথা বললেন, 'টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জিততেই হবে। আমরা জেতার জন্যই নামব। যদিও প্রতিপক্ষ দলে ক্রিস গেইলের মতো ধ্বংসাত্মক ব্যাটসম্যান রয়েছেন। তারপরও আমরা আশাবাদী। আমাদেরও রয়েছে শেন ওয়াটসনের মতো ব্যাটসম্যান।' পাকিস্তানের ১৯১ রান তাড়া করতে নেমে অসিদের ইনিংস থেমে গিয়েছিল ১৭৫ রানে। হারলেও গ্লেন ম্যাঙ্ওয়েল ৩৩ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৭৪ রানে বিধ্বংসী ইনিংস খেলে নাড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানকে।