টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত মহেন্দ্র সিং ধোনীর ভারত। তাই মহা শক্তিধর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হওয়ার পরও নির্ভার ধোনীবাহিনী। তবে আইপিএল ঝঞ্ঝাট নিয়ে কিছুটা বিপর্যস্ত ভারতীয় ক্রিকেট দল। সেই ঝঞ্ঝাটের আচর কিন্তু পড়ছে না মাঠের পারফরম্যান্সে। ভারতীয় ক্রিকেটাররা এতটাই উজ্জীবিত যে, প্রতিপক্ষকে দাঁড়াতেই দিচ্ছেন না লড়াইয়ে। বিপরীতে অস্ট্রেলিয়ার অবস্থা একেবারেই নাজুক। দুই ম্যাচ হেরে আসর থেকে ছিটকে পড়ার পথে অসিরা। সেমির আশা জিইয়ে রাখতে আজ জিততেই হবে জর্জ বেইলিদের। তাই নির্ভার ভারতের বিপক্ষে আজ জীবনবাজির লড়াইয়ে খেলতে নামবে অস্টেলিয়া। এশিয়ায় যতগুলো টি-২০ ম্যাচে ১৭৫ বা ততোর্ধ্বে রান করেছে অস্ট্রেলিয়া, তার সবগুলোতেই হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭৮ রান করেও হেরেছে ড্যারেন স্যামির দানবীয় ব্যাটিংয়ে। ওই ম্যাচে শেষ ১০ বলে ৩১ রান নেন স্যামি। তাতেই হেরে যায় অসিরা। আজকের ম্যাচটি যেমন অস্ট্রেলিয়ার জন্য জীবনবাজির, তেমনি ডেভ ওয়ার্নারের জন্য অন্য কিছু। এই বাঁ হাতি ওপেনার প্রথম অসি ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের ৫০ নম্বর টি-২০ ম্যাচ খেলতে নামছেন। জীবনবাজির লড়াইয়ে অসি ব্যাটসম্যানদের মূল প্রতিপক্ষ আজ ভারতীয় তিন স্পিনার অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা ও রবীচন্দন অশ্বিন। এই তিন স্পিনার প্রতিপক্ষের সব প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে দলকে উপহার দিচ্ছেন একের পর এক সহজ জয়। তারপরও আজকের ম্যাচে এই তিন স্পিনারকের লড়াই করতে হবে শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলদের বিপক্ষে।