পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হলে ১৬৭ রান করেত হবে পাকিস্তানকে।
আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক।
আজ যে দল জয় পাবে, সে দলই শেষ চারের টিকিট পাবে।
পাকিস্তান : কামরান আকমল, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), উমর আকমল, শোয়েব মালিক, শোহেইব মাকসুদ, শহিদ আফ্রিদি, সোহেল তানভির, উমর গুল, জুলফিকার বাবর, সাঈদ আজমল।
ওয়েস্ট ইন্ডিজ : ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন, ড্যারেন স্যামি (অধিনায়ক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, স্যামুয়েল বাদ্রি, ক্রিসমার স্যান্তোকি।