টি-২০ বিশ্বকাপ কাভার করতে আসেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের শখানেক সাংবাদিক। ২২ দিনের টুর্নামেন্ট দেখে তৃপ্ত সবাই। আয়োজন দেখে সন্তুষ্ট। টুর্নামেন্ট শেষে দেশে ফেরার সময় সবাই স্বীকার করেছেন, স্বল্পসময়ের মধ্যে ‘অসাধারণ’ একটি টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। সবাই মুগ্ধ হয়েছেন বাংলাদেশের দর্শকদের ক্রিকেটপ্রেম দেখে। স্বীকার করেছেন, পৃথিবীর কোথাও এমন সমর্থক খুঁজে পাওয়া যাবে না, নিজের দল না থাকার পরও স্টেডিয়ামে এসে অন্য দলগুলোকে এমনভাবে সমর্থন জোগানোর। বিদেশিরা যা কিছু দেখেছেন, বলেছেন, সবই ভালো। কিন্তু ভেতরের কোনো কিছু কি জেনেছেন তারা? তারা কি জানেন, তাদের প্রিয় দলের যে স্থানীয় লিয়াজোঁ অফিসার ছিলেন, তাদের অর্থ প্রদানে নয়ছয় করেছে বিসিবি। যে পরিমাণ অর্থ দেওয়ার কথা, তা দেওয়া হয়নি তাদের। শুরুতে এক ধরনের চুক্তিপত্রে সাইন করানো হয়। পরে লিয়াজোঁ অফিসাররা শক্ত অবস্থান নেওয়ায় তা বাতিল করা হয়।
পুরুষদের ১৬টি এবং মেয়েদের ১০টি- এ ২৬টি দলের লিয়াজোঁ অফিসার নিয়োগ দেয় বিসিবি। ১৬টি পুরুষ দলের লিয়াজোঁ অফিসারদের অধিকাংশই জাতীয় দলের সাবেক ও প্রথম শ্রেণীর ক্রিকেটার। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি, মীর জিয়াউদ্দিন শোভন, হাসানুজ্জামান ঝড়–, আহসানউল্লাহ হাসানদের মতো একাধিক ক্রিকেটার। লিয়াজোঁ অফিসারদের আবার চিফ ছিলেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। তিনিই তদারকি করেছেন লিয়াজোঁ অফিসারদের কার্যক্রম। তাকে নিয়োগ দেয় আইসিসির লোকাল অর্গানাইজিং কমিটি (এলওসি)। লোকাল অর্গানাইজিং কমিটি যখন নিয়োগ দেয় লিয়াজোঁ অফিসারদের, তখন তাদের পারিশ্রমিক ভাগ করা হয়েছিল দুই ভাগে। একটি ছিল দৈনিক ভাতা ১০০ মার্কিন ডলার এবং অন্যটি ছিল মাসোহারা। কিন্তু লিয়াজোঁ অফিসারদের যে অর্থ দেওয়া হয়, তাতে দৈনিক ভাতা হিসেবে দেওয়া হয়েছে ৫০ ডলার। এ ডলারপ্রাপ্তির কথা স্বীকার করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক লিয়াজোঁ অফিসার, ‘শুরুতে শুনেছিলাম আমাদের ১০০ ডলার করে দেওয়া হবে। কিন্তু দেওয়া হয়েছে ৫০ ডলার করে। অথচ শুরুতে আমাদের কাছ থেকে ৭৭ হাজার টাকার ভাউচার সাইন করিয়ে নেওয়া হয়েছিল। যদিও পরে তা বাতিল করে ৪০ হাজার টাকার চুক্তিপত্রে সাইন নেওয়া হয়।’ ২২ দিনের টুর্নামেন্টে প্রতিদিন ১০০ ডলার করে দৈনিক ভাতা, খাবার ভাতা ছাড়াও মাসহারা পাওয়ার কথা ছিল লিয়াজোঁদের। সব মিলিয়ে একেকজনের দেড়-দুই লাখ টাকা করে পাওয়ার কথা। কিন্তু লিয়াজোঁরা পেয়েছেন ১ লাখ ১৫ হাজার টাকা। লিয়াজোঁদের মতো অর্থ কর্তন হয়েছে ব্যাগেজম্যানদেরও। লিয়াজোঁদের অর্থ নিয়ে ঝামেলার বিষয়ে সানোয়ার বলেন, ‘শুরু থেকেই এ পরিমাণ অর্থই দেওয়ার কথা ছিল। তাদের কম দেওয়া হয়নি।’
শিরোনাম
- ইসরায়েলি আগ্রাসন চললে অস্ত্র নামাবে না হিজবুল্লাহ
- ইসরায়েলি আগ্রাসন চললে অস্ত্র নামাবে না হিজবুল্লাহ
- সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে পাইপগান ও কার্তুজ উদ্ধার
- ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
- গাছের চারা বিনিময়ে ছাদ বাগানিদের নববর্ষ উদযাপন
- ১৯ বছরের প্রেমিক, পঞ্চাশে অন্তঃসত্ত্বা আমিশা?
- কালিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক
- আমেরিকায় নদীতে বিমান বিধ্বস্ত, নিহত ৩
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
- ঐশ্বরিয়ার কথাতেই থেমে যায় অভিষেকের রাগ
- বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে : সালাহউদ্দিন
- চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্লাস্টিক কারখানার কর্মীর মৃত্যু
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
লিয়াজোঁদের টাকা নিয়ে নয়ছয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর