দক্ষিণ আফ্রিকার অলিম্পিক স্বর্ণজয়ী দুপাবিহীন দৌঁড়বিদ অস্কার পিস্টোরিয়াস মিথ্যা ঢাকার চেষ্টা করছেন বলে আদালতের কৌসুলি দাবি করেছেন। আজ তার সাক্ষ্যদানের তৃতীয় দিনে পিস্টোরিয়াস জোরালোভাবেই বলেছেন যে ঘটনার দিন তার বাড়ির সতর্কঘণ্টা বন্ধ ছিল। এ বিষয়ে তার আজকের বক্তব্য পূর্বের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য নয়। এর প্রেক্ষিতেই কৌসুলি এ দাবি করেছেন।
সাক্ষ্যদানকালে পিস্টোরিয়াস বলেন, 'আমি নিজেই বাড়ির সতর্কঘণ্টা বন্ধ করে দিয়েছিলাম।' অবশ্য এর আগে তিনি বলেছিলেন যে তার বাড়ির সতর্কঘণ্টা ওইদিন অবশ্যই বন্ধ থাকতে পারে।
কৌসুলি গেরি নেল এ বিষয়ে অবস্থান পরিষ্কার করার জন্য পিস্টোরিয়াসকে চাপও দিয়েছেন। এমনকি পিস্টোরিয়াসকে সময় নেওয়ার কথাও বলেছেন। তবে আর সময়ের দরকার নেই বলে তিনি জানিয়েছেন।