'এটা ভারতীয় প্রিমিয়ার লিগ। এই লিগে বিদেশি, ভারতীয়রা খেলছে এটা দেখে ভালো লাগছে। তার মানে খেলার চিন্তাভাবনার উন্নতি ঘটানো হচ্ছে। কিন্তু সব বিদেশি কোচের সেই জ্ঞান নেই।' এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন বোলার ও বোলিং কোচ ভেঙ্কটেশ প্রসাদ।
একইসঙ্গে তিনি বলেছেন, 'এটা অন্যভাবে নেওয়া ঠিক হবে না। আমার কথা নিশ্চয় বুঝতে পারবে লোকে।'
আবারও দেশি কোচ এবং দেশি ফুটবলারের সমর্থনে প্রসাদ বলেছেন, 'আমি অনেক ক্রিকেটার দেখেছি যারা বিদেশি ক্রিকেটারের থেকে ভালো। আইপিএলে অনেক বিদেশি কোচ রয়েছেন তাদের থেকে অনেক ভারতীয় কোচ রয়েছেন। আমি তাদের কথায় বলছি। সেই সব কোচেদের আইপিএলে যুক্ত করা উচিত।'
কেন ভারতীয় কোচ প্রয়োজন তাও ব্যাখা করেছেন তিনি। ব্যাখ্যা প্রসাদ বলেছেন, 'আইপিএলে ১১ জনের মধ্যে মাত্র চার জন বিদেশি ক্রিকেটার। তাই বেশি পরিমাণে ভারতীয় কোচই রাখা উচিত।'