নিষিদ্ধ ওষুধ সেবন করার দায়ে আঠারো মাস নিষিদ্ধ ঘোষিত হয়েছেন জামাইকান স্প্রিন্টার আসাফা পাওয়েল। তারপরই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে বেরিয়ে এল। এতে প্রশ্নের মুখে পড়েছে জ্যামাইকার ডোপিং বিরোধী সংস্থা। পাওয়েলকে নির্বাসিত করেছিল ডিসিপ্লিনারি প্যানেল। সেই প্যানেলের লেনক্স গেইল নামের এক কর্মীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ ওঠে। যাবতীয় তথ্যাদি সংগ্রহ করে পুলিশ গেইলকে গ্রেফতার করে।
৪৫ বছর বয়সী গেইল পেশায় আইনজীবী। মন্টেগো বে অঞ্চলে ম্যাসাজ পার্লার চালাতেন গেইল। অনৈতিকভাবে উপার্জন করতেন এরকমই সন্দেহ ছিল পুলিশের। গেইলের সঙ্গে পুলিশ সাতজন নারীকে গ্রেফতার করেছে। তার আদালতে হাজিরা দেবার তারিখ পড়েছে ৫ মে।