বান্দরবানের বাইশারীতে বিয়েবাড়িতে ডাকাত হামলা হয়েছে। ডাকাত দলের গুলিতে বরের বড় ভাই আহম্মদ ছবা (৫০) নিহত হয়েছেন। এসময় ডাকাতের এলোপাতাড়ি ছোড়া গুলিতে আরো ৫ জন গুলিবিদ্ধসহ ৯ জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজীখোলা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ১২টার দিকে বিয়েবাড়িতে ১৪/১৫ জনের সশস্ত্র ডাকাতদল হানা দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় গুলিতে বরের বড়ভাই আহম্মদ ছবা (৫০) ঘটনাস্থলেই মারা যান। তিনি স্থানীয় মৃত সুলতান আহম্মেদের ছেলে।
এছাড়াও আরো ৫ জন গুলিবিদ্ধসহ ৯ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- রুহুল আমিন, মোহাম্মদ জোবায়ের, আলী ইবদুহার, হোসেন আহম্মেদ, মো: জিহাদ। আহতদের উদ্ধার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘবদ্ধ ডাকাতরা প্রায় ৪০ ভরি স্বর্ণলংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে বাইশারী পুলিশ ইনচার্জ আনিসুর রহমান, বাইশারী ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাইশারী ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল হক জানান, বাইশারীতে প্রায় ডাকাতির ঘটনা ঘটছে। তবে বরের বড়ভাই নিহত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক।