পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফরমপূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে সর্বদলীয় ছাত্রঐক্যের নামে সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, অন্যান্য সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণে ২ হাজার ৮০০ টাকা নিলেও পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে এই বাবদ প্রায় ৪ হাজার টাকা আদায় করা হচ্ছে। এতে অনেক শিক্ষার্থী এখনো ফরমপূরণ করতে পারেনি।
অবিলম্বে অতিরিক্ত এই অর্থ না কমালে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নিশান বলেন, অন্যায়ভাবে ফি নেওয়া হচ্ছে। এত টাকা দিয়ে ফরম ফিলআপ করা সম্ভব নয়।
এদিকে, উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, 'জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ীই ফরম ফিলআপ করানো হচ্ছে। তারপরও কলেজ কর্তৃপক্ষ ২০০/৩০০ টাকা কমিয়েছে। ছাত্রছাত্রীরা তারপরও কেন বিক্ষোভ করছে বুঝতে পারছি না।'