নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার দুশ্চইমপাড়া এলাকায় যাত্রীবাহী উপকূল বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ দুপুর ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হল, লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার কামারহাট ইউনিয়নের কালিপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে আবুল হাশেম (২৫) ও ভোলা জেলার দোলত খানের দক্ষিণ জয়নগর গ্রামের মিন্টু মিয়ার ছেলে মো. কবির (৩০)।
সোনাইমুড়ী থানার ওসি আবদুস সমাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।