ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও শ্রীলঙ্কার ১৫ সদস্যের চূড়ান্ত দলে রাখা হয়েছে লাসিথ মালিঙ্গাকে। গত সেপ্টেম্বরে লঙ্কান তারকার পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করা হয়েছিল। এ কারণে ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও মিস করেন তিনি। তবে বিশ্বকাপ দলে ঠিকই জায়গা করে নিয়েছেন। ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও অভিজ্ঞতার কথা চিন্তা করেই লঙ্কান ক্রিকেট বোর্ড মালিঙ্গাকে দলে রেখেছে। দলে সুযোগ পেয়েছেন অবৈধ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পাওয়া স্পিনার সাচিত্রা সেনানায়েকে।
শ্রীলঙ্কা দল : অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিলশান, সাঙ্গাকারা, জয়াবর্ধনে, থিরিমান্নে, চান্ডিমাল, দিমুথ করুনারত্নে, জীবন মেন্ডিজ, থিসারা পেরেরা, সুরঙ্গ লাকমাল, মালিঙ্গা, প্রসাদ, কুলাসেকারা, রঙ্গনা, সেনানায়েকে।