ক্রিকেটের মাঠে তার চোখের দিকে তাকিয়ে বল মোকাবিলা করাটা যেকোনো ব্যাটসম্যানের জন্য কঠিন ছিল। দুর্ধর্ষ বোলার হিসেবে পরিচিত সেই কিংবদন্তি খেলোয়াড় এখন ঢাকায়। বলা হচ্ছে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের কথা। খেলা থেকে অবসর নেওয়া মুরালিধরন ঠিক কি কারণে ঢাকায় এসেছেন তা পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে বিপিএলকে সামনে রেখেই ঢাকায় আগমন এই ঘূর্ণি জাদুকরের।
এদিকে, আগামী ২২ নভেম্বর ৬টি দল নিয়ে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসর।
বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ২০১৫/ রশিদা