সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ ২-০ তে জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলংকা। জয়ের জন্য ২৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে সফরকারীরা তাদের দ্বিতীয় ইনিংসে ১৭১ রানেই অলঅাউট হয়ে যায়। ফলে কলেম্বোর পি. সারা ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ৭২ রানের জয় পায় লংকানরা।
সফরকারীদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬১ রান করেন ড্যারেন ব্রাভো। হোপ করেন ৩৫ রান। এছাড়া আর কেউই তেমন একটা রানের দেখা পাননি। লংকানদের হয়ে আজ ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসের ৩টি উইকেট নেন মিলিন্ডা ও রঙ্গনা হেরাথ নেন সর্বোচ্চ ৪টি উইকেট। আর দিলরুভান ও প্রসাদ ১টি করে উইকেট নিয়েছেন।
শ্রীলংকা প্রথম ইনিংসে ২০০ রান ও দ্বিতীয় ইনিংসে ২০৬ রান সংগ্রহ করে। আর ক্যারিবীয়রা প্রথম ইনিংসে মাত্র ১৬৩ রান সংগ্রহ করে।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/শরীফ