পাকিস্তানে ভূমিকম্পে আহত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশটির টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। দুর্ঘটনার পর দেশটির পেশোয়ারে অবস্থিত লেডি রিডিং হসপিটালে বেশ কিছুক্ষণ আহতদের পাশে সময় কাটান তিনি। এরপর সেখানে তিনি ৫ মিলিয়ন পাকিস্তানি রূপি দান করার সিদ্ধান্ত জানান।
পরে তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ দেশের আনাচে-কানাচে ভূমিকম্পে আহতদের সাহায্যে কাজ করে যাবে।
উল্লেখ্য, গত সোমবার মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত ৩৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পাকিস্তানেরই ২৫৩ জন। আহত হয়েছেন আরও হাজার হাজার পাকিস্তানি।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৫/মাহবুব