আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, ফুটবলের রাজপুত্র ডিয়েগো ম্যারাডোনা ও ফুটবল সম্রাট ব্রাজিলের পেলে কেউ বাকি নেই আর। ফুটবলবিশ্বের বড় বড় সব তারকারা ভারত ঘুরে গিয়েছেন। কিছুদিন আগে পেলে দ্বিতীয় দফায় ঘুরে গেছেন। সেরাদের মধ্যে বাকি শুধু তিনবারের ফিফা বর্ষসেরা ব্রাজিলের রোনালদো।
রোনালদো। না, হালের ফুটবলপ্রেমরী যতই ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে মাতামাতি করুক না কেন, আসল রোনালদো ওই ব্রাজিলিয়ানই।
তিনি ব্রাজিলের হয়ে খেলতেন। আর হ্যাঁ, জীবনে অনেক কিছু করার মধ্যে একটা ছোট্ট কাজ করেছেন।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তিনিই। এবার সেই রোনালদোকেই দেখা যাবে ভারতে।
সব ঠিক মতো চললে আগামী ৬ নভেম্বর ভারতের ফুটবল লীগের দিল্লি ডায়নামোস এবং চেন্নাইয়ান এফসির ম্যাচে উপস্থিত থাকবেন তিনি। দু'দলের কোচও রবার্তো কার্লোস এবং জিকো। মাঠে উপস্থিত থাকবেন রোনালদো। আর কী চাই দর্শকদের!
বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৫/মাহবুব