অবশেষে চার ম্যাচ পর জয় পেয়েছে চেলসি। ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে চেলসি। ম্যাচের শেষদিকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের অসাধারণ গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা। এই জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে ‘জি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংলিশ জায়ান্টরা।
স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৩৪ মিনিটে ডায়নামোর ডিফেন্ডার আলেক্সান্ডার ড্রাগোভিকের আত্মঘাতী গোলে ১-০তে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধের ওই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতির পর আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও অনেকটা সময় ধরে গোলবঞ্চিত থাকে দু’দল। ম্যাচের ৭৭ মিনিটের মাথায় ভুলের প্রায়শ্চিত্ত করেন ড্রাগোভিক। তার গোলেই সমতায় ফেরে ডায়নামো।
তবে এর ৬ মিনিট পর ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকে জালে বল জড়িয়ে দর্শকদের উল্লাসে মাতান উইলিয়ান।
২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষদিকে ম্যাচে ফিরতে মরিয়া ডায়নামো চেলসির ডিফেন্স দেয়াল ভাঙতে পারেনি। তাই ম্যাচ শেষে স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা।
এই জয়ের ফলে চার ম্যাচ শেষে দুই জয়, এক ড্র ও এক পরাজয়ে চেলসির সংগ্রহ সাত পয়েন্ট। সমান ম্যাচে পাঁচ পয়েন্টে তৃতীয় স্থানে ডায়নামো। শীর্ষে থাকা পোর্তোর সংগ্রহ ১০ পয়েন্ট।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৫/মাহবুব