স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের মোহালিতে চলমান প্রথম টেস্টের আজ দ্বিতীয় দিনের খেলা চলছে। গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্বাগতিক ভারত তাদের প্রথম ইনিংসে ২০১ রান তুলেই অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন ওপেনার মুরালি বিজয়। আর রবিন্দ্র জাদেজা করেন ৩৮ রান। অধিনায়ক বিরাট কোহলি মাত্র ১ রান করেন। প্রোটিয়াদের হয়ে ডিন এলগার ২২ রান দিয়ে ৪টি উইকেট নেন। আর ভেরনন ফিলান্ডার ও ইমরান তাহির নেন ২ টি করে উইকেট। হারমার ও রাবাদা নে ১টি করে উইকেট।
এদিকে,. ভারতের প্রথম ইনিংসে করা ২০১ রানের জবাবে গতকাল-ই ব্যাট করতে প্রোটিয়ারা স্কোরবোর্ডে ৯ রান তুলতেই ২টি উইকেট হারায়। ওপেনার ভান জিল ৫ রান ও পাফ ডু প্লুসিস শূন্য রানে সাজঘরে ফিরেন। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে আর কোনো উইকেট না হারিয়ে সফরকারীরা ৭০ রান সংগ্রহ করেছে। ৩৫ রান ওপেনার ডিন এলগার ও অধিনায়ক হাশিম আমলা ২৩ রান নিয়ে ক্রিজে আছেন। অশ্বিন ও জাদেজা ১টি করে উইকেট নিয়েছেন।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর ২০১৫/শরীফ