আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৬৭ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। তালিকায় প্রত্যাশিতভাবে ৪১৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বিস্ময় জাগিয়ে সেরা বিশে উঠে আসা নাসিরের রেটিং পয়েন্ট ২৩৮।
বছরের শুরুতে নাসির অলরাউন্ডার র্যাঙ্কিং তালিকায় ছিলেন ৮১ নম্বরে। এপরপর থেকে টাইগার তারকা খেলেছেন ১৫টি ম্যাচ। যেখানে অসাধারণ পারফর্ম করে তালিকায় চলে এসেছেন ১৪ নম্বরে। ১৫ ম্যাচ খেলেই এগিয়ে গিয়েছেন ৬৭ ধাপ।
সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের পরেই প্রকাশিত হয় ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিং। সেখানেই দৃশ্যমান হয় নাসিরের ক্যারিয়ার সেরা পারফর্ম।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৫/মাহবুব