২০১৫ সালে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তরুণ বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কার্টার স্পেশ্যালিস্ট আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। এর আগে, ২০০৯ সালে সাকিব অাল হাসান বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছিলেন।
বুধবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে।
মুস্তাফিজ বাদে এই দলে আছেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, এ বি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ইমরান তাহির, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের রস টেলর, ট্রেন্ট বোল্ট, ভারতের মোহাম্মদ সামি। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ইংল্যান্ডের জো রুট।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব