দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে চলমান চতুর্থ ও শেষ টেস্টে স্বাগতিক ভারতের প্রথম ইনিংসে করা ৩৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে বিপদেই পড়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। দলীয় ৮৪ রান তুলতেই ৭টি উইকেট খুঁইয়েছে প্রোটিয়ারা। প্রোটিয়াদের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৬ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়াদের ৭টি উইকেটের মধ্যে ৩টি উইকেট নিয়েছেন রবিন্দ্র জাদেজা, ২টি উমেশ যাদব এবং ১টি করে উইকেট নিয়েছেন অশ্বিন ও ইশান্ত শর্মা।
এর আগে স্বাগতিক ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে আজিঙ্কা রাহানের সেঞ্চুরির সুবাদে সবকটি উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। রাহানে ২১৫ বলে ১২৭ রান করেন যা টেস্টে তার পঞ্চম সেঞ্চুরি। স্বাগতিকদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর অধিনায়ক কোহলি করেন ৪৪ রান।
দিল্লি টেস্টে গতকালের ৫ উইকেটে ২৩১ রান নিয়ে আজ দ্বিতীয় দিনে অার ১০৩ রান তুলতেই বাকি ৫টি উইকেট হারায় স্বাগতিক ভারত। স্বাগতিকদের ১০টি উইকেটের মধ্যে ৫টি নিয়েছেন কাইল অ্যাবোট। আর ডেন পিয়েডত নেন ৪টি উইকেট ও ইমরান তাহির নেন বাকি ১টি উইকেট।
উল্লেখ্য, চার ম্যাচ টেস্ট সিরিজটি ইতোমধ্যে ২-০ তে সিরিজ জিতে নিয়েছে ভারত। চেন্নাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
বিডি-প্রতিদিন/৪ ডিসেম্বর ২০১৫/শরীফ