কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়ে বেশ দুঃশ্চিন্তায়ই ছিলেন দলটির মালিক নাফিসা কামাল। দলে নেই একজন ভালোমানের অলরাউন্ডার। নেই ফর্মে থাকা প্রতিষ্ঠিত ব্যাটসম্যান।
ছন্দে থাকা বোলার বলতে শুধু মাশরাফি। অধিনায়কত্বের ভার তার কাঁধে। এতকিছু 'নাই' নিয়ে শেষ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স যে শিরোপা ঘরে তুলবে তা যেন কল্পনাতীত ছিল।
শুরুতে আক্ষেপ থাকলেও নিজের দল বীরদর্পে ফাইনালে ওঠার পর যারপরনাই খুশি নাফিসা খেলোয়াড়দের জন্য বোনাস ঘোষণা দেন। জানিয়ে দেন শিরোপা জিতলে নিয়ে যাবেন বিদেশ ঘুরতে।
শেষ পর্যন্ত মাশরাফির তুখোড় নেতৃত্বে সাদা-মাটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সই জয়ের মুকুট মাথায় পরে। গ্যালারি ভরা কুমিল্লার সমর্থকরা ফেটে পড়ে উচ্ছ্বাসে।
আনন্দে আত্মহারা হন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালও। সেই আনন্দ ফেসবুকের মাধ্যমে সবার সঙ্গে ভাগাভাগি করেন নাফিসা।
মঙ্গলবারের ম্যাচে কুমিল্লার জয়ে পর বুধবার রাতে নিজের ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে কুমিল্লাবাসীকে শিরোপা উৎসর্গ করেছেন নাফিসা। এছাড়া নিজের বাবা বাংলাদেশ সরকারের বর্তমান মন্ত্রী আ হ ম মোস্তফা কামালের ক্রিকেট মাঠে আবার ফিরে আসা, মাশরাফির অসাধারণ নেতৃত্বের প্রশংসা করাসহ অনেক কথাই তিনি বলেছেন নিজের স্ট্যাটাসে। বাংলাদেশ প্রতিদিন পাঠকদের জন্য নাফিসা কামালের সেই ফেসবুক স্ট্যটাস (কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিভিন্ন মুহূর্তের কিছু ছবিসহ) হুবহু তুলে ধরা হলো-
''আমাদেরকে এত ভালবাসা ও সমর্থন দেওয়ার জন্য এই জয় কুমিল্লার মানুষদের প্রতি উৎসর্গ করতে চাই। দর্শকদের উৎসাহ ও সমর্থনে আমরা আরো এগিয়ে যেতে চাই। সফল দল হিসেবে গড়ে উঠার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি বলেছিলাম আমার যাত্রা শুরু হয়েছে কুমিল্লা থেকে, এখন আমি সবচেয়ে খুশি মানুষ কারণ আমি সেখানে ফিরে গিয়ে কুমিল্লার হয়ে শিরোপা জিততে পেরেছি।
দ্বিতীয়ত আমি এই শিরোপা আমার বাবাকে উৎসর্গ করতে চাই, কেননা এই বিপিএল`ই আমার বাবাকে আবারও ক্রিকেট মাঠে ফিরিয়ে এনেছে। বিসিবি এবং আইসিসি থেকে সরে যাওয়ার পর আমি চেয়েছিলাম, তিনি যাতে আবারও ক্রিকেট মাঠে আসতে পারেন। এবং ক্রিকেটের প্রতি আরো অবদান রাখতে পারেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যাত্রা সহজ ছিল না। ফ্র্যাঞ্চাজি পেতে আমাদেরকে লড়াই করতে হয়েছে। প্রতি ধাপে-ধাপে নিয়মিত লড়াই করে আমরা তা জয় করেছি। পরবর্তী কোচ, ম্যানেজার এবং দলের ক্রিকেটারদের অসাধারণ পারফরম্যান্সে আসরের শীর্ষ দলে পরিণত হতে সক্ষম হয়েছি। বিশেষভাবে মাশরাফি এই দলটাকে পূর্ণতা দিয়েছে। তিনি দলটাকে পরিবার করে গড়ে তুলেছে। তিনি মাঠে এবং মাঠের বাহিরে সকলকে উজ্জীবিত করে রেখেছে। খেলার আগে সে বলেছিল যে শিরোপা হাতে নিয়েই আসর করবে। তার ত্যাগ, পরিশ্রমের জন্য তাকে আমার অন্তঃস্থল থেকে কৃ্তজ্ঞতা জানাই।
আমার কাছে দলের সবাই প্রতিজ্ঞা করেছিল, যে সততার সাথে মাঠে লড়াই করে আমাদের শীর্ষে নিয়ে যাবে। আমাকে এবং আমার দলকে এত ভালবাসা ও সম্মান দেওয়ার জন্য দলের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।''
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ