ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ৪-১ গোলে পেলিগ্রিনি শিবির হারিয়েছে সান্ডারল্যান্ডকে।
ইতিহাদ স্টেডিয়ামে ১২ মিনিটে এগিয়ে যায় সিটি। ডি ব্রুইনের চমৎকার ক্রসে লাফিয়ে বল জালে পাঠান স্টার্লিং। ১৭ মিনিটে সিলভার কাছ থেকে বল পেয়ে একটু এগিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তোরে (২-০)। ২২ মিনিটে ডি ব্রুইনের ফ্রি কিক থেকে বল পাওয়া বোনির হেড জালে জড়ালে স্বাগতিকদের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় (৩-০)।
প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়া সিটি দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ব্যবধান বাড়ায়। বোনির কাছে বল পাঠাতে চেয়েছিলেন ডি ব্রুইন। কিন্তু এক খেলোয়াড়ের স্লাইডে আবার বল ফিরে আসে তার কাছে। ১২ গজ দূর থেকে এবার নিজেই বল পাঠান বেলজিয়ামের এই অ্যাটাকিং মিডফিল্ডার (৪-০)।
৫৯ মিনিটি সান্ডারল্যান্ডের হয়ে একটি গোল পরিশোধ করেন বোরিনি। দশ মিনিট পর পেনাল্টি পেয়েছিল ম্যানসিটি। তবে লক্ষ্যভেদ করতে পারেননি বোনি। না হলে স্কোর আরও বাড়ত সিটি শিবিরের। এই জয়ে ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থান ধরে রেখেছে সিটি।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন