স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনের নিউল্যান্ডসে চলমান দ্বিতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ড ৬২৯ রানের বিশাল সংগ্রহ গড়ে তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। বেন স্টোকসের ডাবল সেঞ্চুরি [২৫৮] এবং জনি বেরস্টোর ১৫০ রানের উপর ভর করে এত বড় ইনিংস গড়তে সক্ষম হয় তারা। এছাড়া জো রুট হাফ সেঞ্চুরি করেন। প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা ৩টি, মরকেল ও মরিস ১টি করে উইকেট নিয়েছেন।
এর আগে কেপটাউন টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশরা।
এদিকে, টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংলিশদের ৬২৯ রানের জবাবে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে ২ উইকেটে ১৪১ রান সংগ্রহ করেছে। ওপেনার ডিন এলগার ৪৪ রান করেন। অধিনায়ক হাশিম আমলা ৬৪ রান ও এবি ডি ভিলিয়ার্স ২৫ রান করে ক্রিজে ছিলেন। ইংলিশদের হয়ে স্টোকস এলগারের উইকেটটি নিয়েছেন।
উল্লেখ্য, ডারবানে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২৪১ রানের বড় জয় পেয়ে ইংলিশরা এখন সিরিজে ১-০ তে এগিয়ে আছে।
বিডি-প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/শরীফ