পাকিস্তান দলের হয়ে নিউজিল্যান্ড সফরে যেতে আর কোনো বাধা রইল না স্পট-ফিক্সিংয়ে জেল খাটা মোহাম্মদ আমিরের। বাঁহাতি এই ফাস্ট বোলারকে ভিসা দিয়েছে ইমিগ্রেশন নিউজিল্যান্ড (আইএনজেড) বৃহস্পতিবার নিশ্চিত করেছেন দেশটির অভিবাসন কর্মকর্তারা।
বিপিএলে দারুণ পারফর্ম করে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ সুযোগ পেয়েছেন আমির। তবে অপরাধমূলক কাজের জন্য দণ্ড পাওয়া কাউকে নিউজিল্যান্ড সাধারণত ভিসা দেয় না বলে আমিরের এই সফরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল।
প্রসঙ্গত, নিউজিল্যান্ড সফরে পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে। আগামী ১৫ জানুয়ারি অকল্যান্ডে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই সফর।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৫/মাহবুব