ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে ভারতের জাতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছেন দেশটির অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি আদালত। একইসঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছ।
বর্তমানে ধোনি অবশ্য অস্ট্রেলিয়ায়। ১২ জানুয়ারি থেকে ডাউনআন্ডারে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। দু'দেশের মধ্যে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের এপ্রিলে একটি ম্যাগাজিনের প্রচ্ছদে ধোনিকে ভগবান বিষ্ণুর ভূমিকায় দেখানো হয়। সেখানে ভগবান বিষ্ণু সেজে ধোনি যে সব ব্র্যান্ডের হয়ে প্রচার করেন, সেগুলোকেও দেখানো হয়। বিষ্ণুরূপী ধোনি বিভিন্ন হাতে ধরে আছেন চিপস, ফোন, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। এসব নিয়ে বিতর্ক নেই। বিতর্ক তৈরি হয় অন্য জায়গায়। বিষ্ণু-অবতারের ধোনি যখন তাঁর হাতে জুতো ধরেছিলেন, তা ভালভাবে নেননি ধর্মভীরুরা।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব