বয়স তার কাছে কোনাে বাধা নয়। সেজন্যই তো ১০৪ বছর বয়সে হাসতে হাসতে ম্যারাথনে দৌড়ালেন ফৌজা সিং। তরুণ তুর্কিদের পেছনে ফেলে দিব্যি গটগটিয়ে এগিয়ে চললেন পাঞ্জাবের এই 'যুবক'।
রবিবার জীবনের দ্বিতীয় মুম্বাই ম্যারাথনে অংশ নেন টারবেন্ড টরনেডো নামে পরিচিত ফৌজা সিং। ৮০ পেরনোর পরই তার লম্বা দূরত্বে দৌড়নো শুরু। তার বয়স যখন ৮৯, ৬ ঘণ্টা ৫৪ মিনিটে ২৬.২ মাইল ম্যারাথন দৌড় শেষ করেন টারবেন্ড টরনেডো। ২০১২ সালে তিনি প্রথম দৌড়ন লন্ডন ম্যারাথনে। সেঞ্চুরি পার করা মানুষটি এই বয়সে দৌড়েছিলেন ২০ কিলোমিটার। নাথিং ইস ইম্পসিবল-এই বিজ্ঞাপনী প্রচারের জন্য লন্ডন অধিবাসী পঞ্জাব দা পুত্তর ফৌজা সিং-এর সঙ্গে চুক্তি করেছিল নামি একটি কোম্পানি।
এখন তার বয়স ১০৪। তাতে কী? মুম্বাই ম্যারাথনে অংশ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন এই বৃদ্ধ। 'ম্যারাথনে অংশ নিতে পেরে আমি খুব খুশি। যারা এর আয়োজক তাদের ধন্যবাদ জানাই।'
বিশ্বের সবচেয়ে প্রবীণ এই ম্যারাথন দৌড়বীর নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতে চান সব বয়সের মানুষের। সূত্র: এই সময়
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/শরীফ