বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে শুভ সূচনা করেছেন টুর্নামেন্টের পুরুষ ও মহিলা এককের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস। আজ প্রথম রাউন্ডের খেলায় ইতালিয়ান কামিলা জর্জিকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেন মার্কিন টেনিস তারকা সেরেনা। ৬-৪, ৭-৫ গেমে জয় পেলেও বেশ বেগ পেতে হয় ৩৪ বছর বয়সী এই তারকাকে।
আর টুর্নামেন্টের পুরুষ এককের চ্যাম্পিয়ন সার্বিয়ার জোকোভিচ অবশ্য সহজেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছেন। দক্ষিণ কোরিয়ার হিউন চুংকে ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যান এ তারকা। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/শরীফ