স্প্যানিশ লা লিগার ম্যাচে রবিবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৬-০ গোলের দুর্দান্ত এক জয় পায় বার্সেলোনা। কিন্তু বার্সা সমর্থকদের দুর্ভাগ্য ওই ম্যাচে ঊরুতে চোট পান দলের প্রাণভোমরা লিওনেল মেসি। আর এই কারণে সেই অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে আগামী ২১ জানুয়ারি স্প্যানিশ কোপা ডেল রের ম্যাচে মাঠে নামতে পারছে না এই আর্জেন্টাইন তারকা।
ওই দিন রাতে মেসির চোট বার্সেলোনা ও লুইস এনরিকের মাথার ওপর মেঘের ঘনঘটা হয়ে দেখা দিয়েছিল। কিন্তু সেই মেঘ কেটে গেছে মেসির চোটের রিপোর্ট হাতে পাওয়ার পর।
আর্জেন্টাইন তারকার চোট মারাত্মক কিছু নয়। ডান ঊরুতে তিনি কিছুটা অস্বস্তিবোধ করছেন। ২১ জানুয়ারি স্প্যানিশ কোপা ডেল রের ম্যাচে সেই অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচে মাঠে নামতে কোনো সমস্যা নেই মেসির। কিন্তু কোচ লুইস এনরিক হয়তো এই ম্যাচে মেসিকে মাঠে নামিয়ে কোনো ঝুঁকি নিতে চাইবেন না। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ মিডিয়া।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব