ওয়ালট টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। এর আগে সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে প্রত্যাশিত জয় তুলে নেয় টাইগাররা। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে এ ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না স্বাগতিকরা। মাশরাফি বিন মতুর্জার অধীনে নতুন বছরের প্রথম সিরিজটি নিজেদের মাটিতেই রেখে দিতে চায় সৌম্য-সাব্বিররা। আর এ ম্যাচে জিতলে পরশুর শেষ ম্যাচটা হবে শুধু আনুষ্ঠানিকতা।
আজকের ম্যাচে বাংলাদেশ স্কোয়াড হলো মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী, নুরুল হাসান, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল, তাসকিন আহমেদ।
আর জিম্বাবুয়ে স্কোয়াড হলো লটন চিগুম্বুরা, চামু চিভাবা, চিসোরো, গ্রায়েম ক্রেমার, লুক জঙ্গো, মাদজিভা, হ্যামিলটন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, পিটার মুর, মুতুমবামি, মুজারাবনি, ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, ব্রায়ান ভিটোরি, ম্যালকম ওয়ালার, শেন উইলিয়ামস।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৬/শরীফ