ভারতের জাতীয় ক্রিকেট দলে ইতোমধ্যে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। দারুণ ফর্মে থাকা এ দুজন ছাড়া টিম ইন্ডিয়াকে চিন্তাই করা যায় না। যেকোনো দলের বিরুদ্ধে জয় এনে দিতে সক্ষম রোহিত ও শিখর। ফলে এ দুজনকে নিয়ে ইতোমধ্যে ভারতীয় ক্রিকেটে আলোচনা চলছে। কেউ কেউ এ উদ্বোধনী জুটিকে দেশটির সাবেক লেজেন্ডারি জুটি শচীন ও সৌরভের সঙ্গে তুলনা করা শুরু করেছেন। এ তুলনায় সুখবোধ হলেও তাদেরকে এখনো আরো অনেক দূর যেতে হবে বলে পিটিআইকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন রোহিত শর্মা। খবর পিটিআই'র
সাক্ষাৎকারে রোহিত বলেন, 'ভারতের সবচেয়ে সফল উদ্বোধনী জুটি [শচীন-সৌরভ]র সঙ্গে তুলনা যে কাউকে অনেক সন্তুষ্টি দেয়। তুলনা আনন্দের একটা অংশ। ওই দুজন তাদের বর্ণিল ক্যারিয়ারে যে সাফল্য পেয়েছেন তা যদি শিখর ও আমি অর্জন করতে পারি তাহলে তা সত্যিই মহান কিছু হবে।'
তবে তিনি আরো বলেন, 'আমরা অবশ্য এখনো তাদের সমপর্যায়ে পৌঁছায়নি তবে আমরা দুজনেই ভক্তদের আমোদ দিতে এবং শচীন ও সৌরভ ভারতের হয়ে যত সংখ্যক ম্যাচ জিতেছেন তত সংখ্যক ম্যাচ জিততে চাই।'
বিডি-প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ