১১তম অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ২১২ রানের টার্গেট দিয়েছে নেপাল। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে নেপাল। মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি চলছে।
শেষ খবর পর্যন্ত বাংলাদেশ ৩০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছে।
যুব বিশ্বকাপের মেগা ইভেন্টে এর আগে বাংলাদেশ তিনবার কোয়ার্টার ফাইনালে খেলেছে। তিনবারই ছিটকে পড়তে হয় টাইগার যুবাদের। এবারে ফেভারিটের তকমা লাগিয়েই মিশন শুরু করেছে স্বাগতিকরা। ঘরের মাঠের বিশ্বকাপকে নিজেদের কাছে রেখে দিতেই দৃঢ় প্রতিজ্ঞ নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, আরিফুল ইসলাম, পিনাক ঘোষ, সালেহ আহমেদ শাওন, সাঈদ সরকাররা।
বিডি-প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ