মেয়েদের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার জন্য আইসিসি ভারতের ছয় পয়েন্ট কেটে নিয়েছে। ম্যাচগুলো হওয়ার কথা ছিল এ বছর ১ অাগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে। ভারত সেই সব ম্যাচ খেলতে যায়নি।
সে জন্যই ভারতের ছয় পয়েন্ট কেটে নেয় আইসিসি। কিন্তু এ শাস্তি মানতে রাজি নয় ভারত। এর জেরে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই হুমকি দিয়েছে, এ শাস্তির প্রতিবাদে ভারত ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও খেলতে যেতে পারে।
ভারতের বোর্ডের এক কর্মকর্তা জানান, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখন মানুষের কোনো আগ্রহ নেই। মেয়েরা যদি পাকিস্তানের সঙ্গে খেলে তাহলে ছেলেদেরও খেলতে হবে। না হলে পরে পাকিস্তান অভিযোগ তুলবে, মেয়েরা খেললে পুরুষ দল খেলবে না কেন? কিন্তু সেটা আমরা হতে দেব না। যদি আইসিসি পিছু না হটে, পুরুষ দলও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/ফারজানা