আগামী শনিবার বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তাই দলের সেরা তারকাকে রোনালদোকে শতভাগ ফিট রাখতে তাকে বিশ্রাম দিয়েছেন কোচ জিনেদিন জিদান। এজন্য কোপা দেল রেতে কুলতুরাল লিওনেসার বিপক্ষে খেলবেন না ক্রিস্তিয়ানো রোনালদো। সান্তিায়াগো বের্নাবেউয়ে বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।
কোপা দেল রে সেরা-৩২ এর প্রথম লেগে লিওনেসার বিপক্ষে ৭-১ গোলে জিতে পরের রাউন্ডে এক পা দিয়েই রেখেছে রিয়াল। প্রতিপক্ষের মাঠে হওয়া ওই ম্যাচে ছিলেন না রোনালদো। নিজেদের মাঠে হতে যাওয়া ফিরতি লেগেও পর্তুগিজ তারকা খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন জিনেদন জিদান।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে কোচ জিদান বলেন, “বুধবারের ম্যাচ রোনালদোর জন্য কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগ তৈরি করেছে।”
তিনি আরও বলেন, “এটা সত্যি যে ৭-১ খুবই ভালো ফল। কিন্তু আমাদের অবশ্যই প্রতিপক্ষকে সম্মান দেখাতে হবে এবং আমাদের সমর্থন করতে আসা সমর্থকদেরকেও।”
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৯