কিংবদন্তি ফুটবলাররা কোচিংয়ে এলে বর্তমান খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিতে অনেক সময় সমস্যা হয়। নিজেদের সময়, নিজেদের কৃতিত্বকেই তারা এগিয়ে রাখতে চান। এক্ষেত্রে জিনেদিন জিদান একেবারেই অন্য রাস্তায় হাঁটছেন। সাফ জানিয়ে দিলেন, রোনালদো রিয়েল মাদ্রিদের সর্বকালের সেরা ফুটবলার।
দুদিন আগেই ব্যালন ডি'অর পেয়েছেন পর্তুগালের এই তারকা। নানাপ্রান্ত থেকে অভিনন্দন আসছে। ক্লাবও গর্বিত। জিদানের মন্তব্য যেন বাড়তি মাত্রা যোগ করল।
জিদানের মতে, ‘রিয়েলে অনেকেই খেলে গেছে। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, রোনালদো তাদের সবাইকেই ছাপিয়ে গেছে। দেশের হয়ে বিশ্বকাপ পায়নি ঠিকই, কিন্তু ক্লাবকে ও যা দিয়েছে, কেউই তা দিতে পারেনি। আমি তো পারিইনি। অন্যরাও পেরেছে বলে মনে হয় না। তাই ওকে রিয়েলের সর্বকালের সেরা বলতে আমার অন্তত আপত্তি নেই।’
কেন তিনি রোনালদোর প্রশংসায় এত পঞ্চমুখ, তাও জানিয়েছেন, ‘কোনো ম্যাচকেই ও ছোট করে দেখে না। এমনকি দুই দলে ভাগ করে যদি প্যাকটিস ম্যাচ হয়, সেখানেও ও সেরাটা দেওয়ার জন্য ঝাঁপাবে। পরিশ্রমে কোথাও কোন ঘাটতি রাখে না। সাফল্য ওর খিদেকে আরও বাড়িয়ে দিয়েছে।’