অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে খারাপ ফল আসলে অধিনায়কত্ব থেকে আজহার আলীকে ছেটে ফেলা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি জানিয়েছেন, অধিনায়কত্ব হিসেবে আজহার তাদের বিশ্বাস হারিয়েছেন। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
পিসিবি চেয়ারম্যান বলেন, আজহারের পরিবর্তে অধিনায়ক করা হতে পারে টি-টোয়েন্টির অধিনায়ক সরফরাজ আহমেদকে। এমনকি টেস্ট থেকে মিসবাহ উল হক অবসর নিলে তাকে তিন ফরম্যাটে অধিনায়ক করা হতে পারে।
২০১৫ বিশ্বকাপের পর মার্চে অধিনায়কত্বের দায়িত্ব উঠে আজহারের কাঁধে। এরপর গত ১৯ মাসে আজহারের নেতৃত্বে নয়টা সিরিজের মধ্যে কেবল ৪টিতে জয় পেয়েছে পাকিস্তান। সবথেকে বড় কথা, ২০০১ সালে র্যাঙ্কিং চালু হওয়ার পর তার সময়কালে পাকিস্তান সর্বনিম্ন স্থানে (৯ নম্বরে) অবস্থান করে।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব