ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং লজ্জার মুখে সফরকারী দল পাকিস্তান। অজিদের দেওয়া রানের পাহাড় টপকাতে গিয়ে ৬৭ রানে ৮ উইকেট হারিয়ে বসেছে পাকিস্তান!
অজিদের দেওয়া ৪২৯ রানের পাহাড় টপকাতে গিয়ে ৬ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। স্টার্কের বলে আজহার আলীর বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে সফরকারীরা। এখন পর্যন্ত সর্বোচ্চ রান করে জ্যাকসনের বলে ম্যাথ্যু ওয়েডের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেন ওপেনার সামি আসলাম (২২)। দ্বিতীয় সর্বোচ্চ রান বাবর আজমের ১৯। তিনি হ্যাজেলউডের শিকারে পরিণত হন। সরফরাজ আহমেদ (১৬) ছাড়া এখন পর্যন্ত আর কেউ দুই অংকে পৌঁছতে পারেননি।
বিডি প্রতিদিন/এ মজুমদার