বার্সার জার্সিতে একের পর ম্যাচ জিতেছেন লিওনেল মেসি। বহুবার একার কাঁধে দায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়েছেন দলকে। তার পা থেকেই এসেছে একের পরে এক দুর্দান্ত গোল। কিন্তু বার্সেলোনার জার্সিতে আর কতদিন তাকে দেখা যাবে তা নিয়েই জল্পনা শুরু হয়েছে এখন ফুটবল মহলে।
ফুটবলের এই রাজপুত্রের খেলায় মুগ্ধ গোটা বিশ্ব। এবার মেসিকে অবিশ্বাস্য অফার দিয়েছে চিনের হেবেই ফরচুন ক্লাব। জানা গিয়েছে, স্পেন থেকে উড়িয়ে চিনের এই ক্লাবে খেলতে আসার জন্য মেসিকে তারা ৫০০মিলিয়ন ইউরো অফার করেছেন। যা বার্সাতে মেসির পাওয়া টাকার তুলনায় ছয়গুণ।
আগামী বছরেই মেসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বার্সার। এর পরেও তারা মেসিকে রেখে দেবেন বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। তবে কত টাকার চুক্তিতে মেসি বার্সায় থাকবেন, তা বলা মুশকিল। এই পরিস্থিতিতেই হেবেই বিপুল অঙ্কের অর্থ দিয়ে মেসির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করতে চাইছে। এখন এটাই দেখার যে, মেসি বার্সেলোনাতেই থাকবেন, না কি চিনের এই ক্লাবের সঙ্গে যুক্ত হবেন।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৭