অভাবকে খুব কাছ থেকে দেখেছেন রবীন্দ্র জাদেজা। সাহসিকতার সাথে সামলেছেন পারিবারিক বিপর্যয়। বুকের ভেতর আগলে রেখেছেন আগুন। রবীন্দ্র জাদেজার উত্থাণ এমনই চমকপ্রদ। ছেলেবেলার সেই কষ্টের দিনগুলোকে এড়িয়ে যান না। নিজেই স্বীকার করেছিলেন, যখন তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়, তখনও তার নিজের কোনও ভাল জুতোও ছিল না। অন্য একজনের জুতো ধার করে তিনি দেশের হয়ে খেলেছেন।
কিন্তু সাংবাদিকদের কৌতূহলের শেষ নেই। তাই তার সেই অভাবের দিনগুলো নিয়ে ধেয়ে আসতে লাগল নানা প্রশ্ন। এক সাংবাদিক জানতে চাইলেন, ‘আপনি এখন কত টাকা আয় করেন? কত টাকার সম্পত্তি?’ সাংবাদিকের কৌতূহল থাকতেই পারে। কিন্তু সরাসরি আয় জিজ্ঞাসা করাটা অনেকের কাছেই অপমানজনক। প্রশ্নটি ভাল লাগেনি জাদেজারও। অন্য কেউ হলে হয়ত মাথা গরম করেই ফেলতেন।
কিন্তু ঠাণ্ডা মাথায় ব্যাটিং করার মতোই উত্তরটাও দিলেন তিনি ঠাণ্ডা মাথায়। তিনি বরং পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন সেই সাংবাদিককে। জাদেজা বললেন, ‘আপনি কত স্যালারি পান, একটু বলবেন?’ বলাই বাহুল্য, এরপর সেই প্রশ্ন থমকে গেল। সাংবাদিকও বোধ হয় বুঝতে পারলেন, এমন প্রশ্ন না করলেই ভাল হত।
বিডি-প্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৫