নিউজিল্যান্ড সফরে পরপর দুই ওয়ানডে হেরে টাইগাররা এখন হোয়াইটওয়াশের মুখোমুখি। এ লজ্জা থেকে বাঁচতে দলে রদবদল করা হচ্ছে। প্রথম ওয়ানডে খেললেও দ্বিতীয় ওয়ানডেতে বসে ছিলেন মুস্তাফিজুর রহমান। তৃতীয় ওয়ানডেতে তাকে ফিরিয়ে আনা হচ্ছে।
প্রথম ওয়ানডেতে দুই উইকেট পেলেও কোচ এবং ফিজিও মুস্তাফিজের বোলিং নিয়ে খুশি হননি। তাই দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজের পরিবর্তে দলে নেয়া হয় পেসার শুভাশীষ রায়কে।
এদিকে নিউজিল্যান্ড দলেও এসেছে পরিবর্তন। শেষ ওয়ানডেতে পেসার ট্রেন্ট বোল্টের জায়গায় দলে অন্তর্ভূক্ত করা হয়েছে জিতেন প্যাটেলকে। তিনি সর্বশেষ ২০০৯ সালে ওয়ানডে খেলেছিলেন। উল্লেখ্য, শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নেলসনে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা