সিডনি টেস্টে চালকের আসনে চলে এসেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৩ রানে এগিয়ে ছিলেন স্টিভ স্মিথরা। শুক্রবার চতুর্থ দিন অজিরা ২ উইকেটে ২৪১ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৫৫/১। শারজিল খান ৪০ করে আউট হয়েছেন। পাকিস্তানের এই টেস্টে জিততে হলে শেষ দিন আরও ৪১০ রান করতে হবে। আর অজিদের চাই ৯ উইকেট।
তৃতীয় দিনের শেষে পাকিস্তানের প্রথম ইনিংসের রান ছিল ৮ উইকেটে ২৭১। ইউনিস খান অপরাজিত ছিলেন ১৩৬ রানে। আজ পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ৩১৫ রানে। ৩৩৪ বলে ১৭৫ রানের ম্যারাথন ইনিংস খেলে অপরাজিত থাকেন ইউনিস খান। ১৭ টি চার ও ৩ টি ছয় দিয়ে সাজানো ছিল তার ইনিংস। অজি বোলারদের মধ্যে জোস হ্যাজেলউড চারটি উইকেট দখল করেছেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলীয় ইনিংসের শুরুতেই ওয়ার্নার টর্নেডো মেজাজে ব্যাট করতে শুরু করেন। মাত্র ২৭ বলে ৫৫ রানের ইনিংস খেলে গেলেন প্রথম ইনিংসের শতরানকারী। এদিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানও করে ফেললেন ওয়ার্নার। মাত্র ২৩ বলে অর্ধশত রান করেন তিনি।
অন্য ওপেনার উসমান খাজা ৭৯ রানে অপরাজিত থাকলেন। ঝড়ের বেগে ৪৩ বলে ৫৯ করে গেলেন অধিনায়ক স্মিথও। হ্যান্ডসকম্ব অপরাজিত থাকলেন ২৫ বলে ৪০ রান করে।
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৬