ভারতের সেরা অধিনায়কদের তালিকায় সৌরভকে বেছে নেননি রবি শাস্ত্রী। এমনটি শোনা গেলেও মুরালিধরন জানান, এটা রবি শাস্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। তিনি কেন তালিকায় সৌরভকে রাখেননি। তবে আমার মতে সৌরভ অন্যতম সেরা ক্যাপ্টেন। সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করতে সোমবার সিএবিতে এসেছিলেন শ্রীলঙ্কার এই প্রাক্তন স্পিনার।
মুরালিধরন আরো জানান, ক্যাপ্টেন ধোনিকে ভারত মিস করবে। তিন বছর চেন্নাই সুপার কিংসে খেলার সৌজন্যে খুব কাছ থেকে ধোনিকে দেখেছি। তিনি খুব বড় মাপের অধিনায়ক। ধোনির সঙ্গে যে ক’টা দিন কাটানোর সুযোগ পাচ্ছ, কাজে লাগাও।
বিডি প্রতিদিন/এ মজুমদার