আগে থেকেই নিশ্চিত ছিলেন এবার ফিফা বছর সেরার ট্রফি তার সবচেয়ে বড় শত্রু ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতেই উঠতে চলেছে। আর সেজন্যই জুরিখগামী বিমানে উঠতে একেবারেই আগ্রহী হননি তিনি। এজন্য লিওনেল মেসিকে নিয়ে আধুনিক বিশ্ব ফুটবলে চলছে আলোচনার ঝড়।
এরই মাঝে মেসির নিজের দেশ থেকে এমন একটি খবর এল যা তাকে আরও একটু ব্যথাতুর করে তুলতেই পারে। রোনাল্ডোর চতুর্থবার ফিফা বর্ষসেরা হওয়ার দিনেই দুনিয়াজোড়া মেসি ভক্তদের জন্য দুঃসংবাদ বয়ে আনল আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের রিও ডে লা প্লাটা। শহরের নদী তীরবর্তী সাজানো অঞ্চলে মেসির পূর্ণাবয়ব মূর্তি কে বা কারা সোমবার ভেঙে দিয়ে গিয়েছে। আর ঘটনাটা জানাজানি হতেই গোটা দেশ জুড়ে তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মাত্র ২০১৬ সালেই মেসির আদলে গড়ে তোলা এই স্থাপত্যটির আবরণ উন্মোচন করেছিলেন বু্য়েনস আয়ার্সের মেয়র হোরাসিও রডরিগেজ লারেটা। কোপা আমেরিকার পর যখন মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যাওযার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সে সময় এটি গড়ে তোলা হয়। সোমবার মূর্তিটিকে অর্ধেক ভাঙা অবস্থায় দেখতে পাওয়ার পর শোরগোল পড়ে যায়। আর্জেন্টিনার রাজধানী শহরের স্থানীয় প্রশাসন বিভাগ থেকে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, ‘মেসির মূর্তিটিকে কে বা কারা এভাবে মাথার দিক থেকে ভেঙে ফেলল তা তদন্ত সাপেক্ষ। আমরা এটিকে আপাতত যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করছি।’
শুধুমাত্র মেসির নয়, নদীর ধার বরাবর রাস্তায় আর্জেন্টিনার অন্যান্য খেলার মহাতারকাদের মূর্তিও বসানো রয়েছে। টেনিসের গ্যাব্রিয়েলা সাবাতিনি, গিলেরমো ভিলাস, ফরমুলা ওয়ানের জুয়ান ম্যানুয়েল ফ্যাঞ্জিওর মূর্তিও স্থাপন করা হয়েছে জায়গাটিতে।
বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৫