ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জিমি অ্যাডামসকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিন বছরের চুক্তিতে অ্যাডামস রিচার্ড পাইবাসের স্থলাভিষিক্ত হলেন। পাইবাসও তিন বছর এই পদে কাজ করেছেন।
অ্যাডামস সব ধরনের ক্রিকেটীয় বিষয়সহ সব দলের উন্নয়নের জন্য কাজ করবেন। এর মধ্যে কোচিং, ক্রিকেট শিক্ষা থেকে শুরু করে টেকনিক্যাল প্রোগ্রামও অন্তর্ভুক্ত রয়েছে।
৪৯ বছর বয়সী অ্যাডামস ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৪টি টেস্টে ৪১ গড়ে ৩০০০ রান করেছেন। সাথে খেলেছেন ১২৭টি ওয়ানডে ম্যাচ যেখানে তার রানসংখ্যা ২২০০। ২০১২ সালে ইংলিশ কাউন্টি দল কেন্টের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম