নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেটে শত রান অতিক্রম করেছে সফরকারী বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও তামিম ও মুমিনুলের ব্যাটের ওপর ভর করে ১১৯ রান সংগ্রহ করেছে টাইগাররা। বৃষ্টি বাধায় খেলা বন্ধ হওয়ার আগে ফিরে গেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। যাওয়া আগে অবশ্য কিউই বোলাদের কাঁপন ধরিয়ে দেন তামিম। ৫০ বলে ৫৬ রানে বিধ্বংসী ইনিংস খেলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।
খেলা নির্ধারিত সময়ে শুরু হওয়ার ১ ঘণ্টা পর নামে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিতে খেলা বন্ধ থাকলো প্রায় পৌনে এক ঘণ্টা। অবশেষে বাংলাদেশ সময় সোয়া ৬টায় আবারও শুরু হয় খেলা। তবে বৃষ্টির পর বাংলাদেশ হারালো সবচেয়ে বড় উইকেটটি। হাত খুলতে থাকা তামিম ইকবালকে ফিরি দিলেন ট্রেন্ট বোল্ট। এলবি ডব্লিউর ফাঁদে ফেলে।
আউট হওয়ার আগে অবশ্য ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ক্যারিয়ারের ২০তম হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন তামিম ইকবাল। ৫০ বল খেলে তিনি করেন ৫৬ রান। ইনিংসে বাউন্ডারির মার ছিল ১১টি। তিনি যখন আউট হন বাংলাদেশের রান তখন ৬০। এরপর ধীর গতিতে রান তুলে দলের হাল ধরে মুমিনুল ও মাহমুদুল্লাহ। কিন্তু ৫৯ রানের জুটির পর আবারও বৃষ্টির হানা। মুমিনুল ৪৮ ও মাহমুদুল্লাহ রিয়াদ ১৩ রানে অপরাজিত রয়েছেন।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/মাহবুব