তামিম মানে চার-ছক্কার ফুলঝুুড়ি। তাই সেটা ওয়ানডে হোক, টি-টোয়েন্টি কিংবা টেস্ট। একবার বিগ শট খেলা শুরু করলে থামানোর উপায় থাকে না কারও। তবে ক্রিকেট মাঠে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে টাইগার ড্যাশিং ওপেনারের কাজ থেকে এমন খেলা সব সময় পাওয়া যায় না। কারণ দলকে বিপদ থেকে টেনে তুলার সময় নিজেকে এখন স্থির করেও রাখেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। তবে এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাট থেকে খুঁজে পাওয়া গেলে সেই তরুণ তামিমকে। ৪৮ বলে ৫০ রান।
প্রতিপক্ষ বোলার কে তা দেখার প্রয়োজন নেই তার। আগে থেকেই যেন মনস্থির করেই নেমেছেন মাঠে, সব বলই মাঠ ছাড়া করবেন। তা না হলে শুরুতে ইমরুল কায়েসকে হারানোর পর এমন বিধ্বংসী রূপ কি দেখানো যায়। স্কোরবোর্ডও বলছে তামিমের সামনে কতটা বেগ পেতে হয়েছে কিউই বোলারদের। কারণ, ৫০ বলে ৫৬ রান করে তামিম যখন প্যাভিলনের পথ ধর হাঁটছেন তখন বাংলাদেশের দলীয় রান মাত্র ৬০। অর্থাৎ এক রানে ইমরুল আউট হওয়ার পর তামিম যখন আউট হলেন তখন অপর প্রান্তে মুমিনুল মাত্র ৫ রানে অপরাজিত। যদিও মুমিনুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেম। বৃষ্টি বাধায় খেলা বন্ধ হওয়ার আগের চার বলে দুটি চার ও এক ছয়ে ৪৮ রানে অপরাজিত ওয়ানডে, টি-টোয়েন্টি মানানসই নয় বলে 'বদনাম' বয়ে বেড়ানো উপক্ষিত এই ব্যাটসম্যান।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/মাহবুব