বিশ্ব ক্রিকেটের সবচেয়ে কৃপণ বোলার বলা হয় ভারতের বাপু নান্দকার্নিকে। কারণ ১৯৬৪ সালে ইংল্যান্ডর বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে ইংলিশ ব্যাটসম্যানদের বিপক্ষে ১৩১ বলে কোনো রান দেননি তিনি। ব্যাটসম্যানদের সেই শাসনামলে সেবার তিনি ৩২ ওভারে ২৭ মেডেন দিয়ে মাত্র ৫ রান দিয়েছিলেন মাত্র।
আর এই কাজটি করে দেখিয়েছিলেন ভারতের বাপু নানদকার্নি। টেস্টে অভিষেক হয় ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৯৬০-৬১ সালে পাকিস্তান সিরিজে নান্দকার্নি সবার নজরে চলে আসেন। কানপুরে ৩২ ওভারে ২৪ মেডেন নিয়ে মাত্র ২৩ রান দেন তিনি। দিল্লিতে পরের টেস্টে ৩৪ ওভারে ২৪ মেডেন নিয়ে রান দেন মাত্র ২৪।
বাঁ-হাতি এই স্পিনার তার ক্রিকেট ক্যরিয়ারে খেলেছেন ৪৪টি টেস্ট। উইকেট নিয়েছেন ৮৮টি। গড়টা ছিল অবশ্য আরো অবিশ্বাস্য, মাত্র ১.৬৭। তার সেরা বোলিং ফিগার ৪৩ রানে ৬ উইকেট।
ব্যাট হাতেও কম ছিলেন না নান্দকার্নি। ২৫.৭০ গড়ে ১৪১৪ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার। তার সেরা ব্যাটিং ১২২ রানে নট আউট।
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৬